• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ধানের শীষ এখন ঐক্যফ্রন্টের প্রতীক: মান্না

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ১৩:১৩ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৩:১৬
বগুড়া প্রতিনিধি
ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও বগুড়া-২ আসনে ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্না বলেছেন, ধানের শীষ এখন ঐক্যফ্রন্টের প্রতীক। বুধবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

মান্না বলেন, নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়ার চক্রান্ত চলছে। ৫০টি আসন সরকার কেড়ে নেয়ার চেস্টা করছে। ২৫০ আসনে ভোট করে যদি জয়লাভ করতে না পারি তাহলে পরবর্তী বিষয় নিয়ে ভাবতে হবে। ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র দখল করা যাবে না। ৩০ তারিখ পর্যন্ত মাঠে আছি, থাকবো। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।

তিনি আরো বলেন, আমরা জনগণকে সাথে নিয়ে মাঠে আছি। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জনগণ ৩০ তারিখ জবাব দিবে। আমরা এখন গণতন্ত্রের জন্য লড়াই করছি, শেষ পর্যন্ত লড়াই করবো। আমরা ভোট নিয়ে যেতে দিব না।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আগে নৌকা প্রতীক নিয়ে ভোট করেছি তখন মানুষ বলেছে সবই ভালো শুধু মার্কা পরিবর্তন করতে হবে। এবার সবাই বলছে প্রার্থীও ভালো, মার্কাও ভালো। তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম আর ইসলাম স্বাধীন, শিবগঞ্জের সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান মতিন, ডা: আশিক মাহমুদ ইকবাল স্বাধীন সহ নেতৃবৃন্দ। পরে তিনি এলাকায় গণসংযোগে অংশগ্রহণ করেন।

পিবিডি/পি.এস

বগুড়া,মান্না,ঐক্যফ্রন্ট,ধানের শীষ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close