• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ফরিদপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগে হেলমেট বাহিনীর হামলা

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:০১ | আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০৭:০৬
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের নির্বাচনী গণসংযোগকালে হেলমেট বাহিনী হামলা চালিয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোতয়ালী থানা থেকে মাত্র ৫০গজ দূরে শহরের চকবাজার চালপট্টির সামনে সাপ্তাহিক হাটের ভেতর প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টা হতে চৌধুরী কামাল ইবনে ইউসুফ চকবাজারে গণসংযোগ করছিলেন। ৩০ জনের মতো নেতাকর্মী তার সাথে ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হেলমেট বাহিনী হামলা চালায়।

এসময় চৌধুরী কামাল ইবনে ইউসুফ হাটের পসরার উপর পড়ে যেতে গেলে সাধারণ জনতা তাকে ধরে তুলেন। থানার অদূরে হেলমেট বাহিনীর এ হামলার ঘটনার পর ধানের শীষের প্রার্থী নিরাপত্তার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। ঘটনার পরই জেলা রিটার্নিং কর্মকর্তাকে মোবাইল ফোনে বিষয়টি জানানো হলেও তিনি গুরুত্ব দেননি বলে অভিযোগ উঠেছে।

থানার দিকে যাওয়ার পথে অপর দিক হতে হকিষ্টিক ও লাঠি শোঠা নিয়ে প্রায় ২০ জনের মতো যুবক তার সামনে দিয়ে এসে পেছনে যায়। এরপর তারা অতর্কিত পেছনের সারিতে থাকা শহর বিএনপির সহ-সভাপতি লিয়াকত হোসেন লাবলুর উপর হামলা করে। এসময় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পরে। হামলায় জেলা বিএনপির সহ-সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গি, শহর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান চুন্নু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সামসুর রহমান কুটু, কাঁচা মালের ব্যবসায়ী ফারুক সহ কমপক্ষে পাঁচজন আহত হন। এদের মধ্যে লিয়াকত হোসেন লাবলুকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইউনুস আলী শেখ জানান, তিনি চৌধুরী কামাল ইউসুফের শরীর ঘেষে একেবারে ডান পাশে ছিলেন। এসময় হেলমেট পরা এক যুবক তার কলার ধরে টেনে নিয়ে সজোরে আঘাত করে।

এ ঘটনার পর চৌধুরী কামাল ইবনে ইউসুফ নেতাকর্মীদের নিয়ে থানা রোডে অবস্থান নেন এবং কোতয়ালী থানার ওসি এএফএম নাসিমকে বিষয়টি জানান।

এসময় হামলাকারীরা অদূরে কোতয়ালী থানার সামনে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কোতয়ালী থানার ওসি (তদন্ত) বিপুল কুমার দে হামলাকারীদের সরিয়ে কামাল ইবনে ইউসুফ গাড়িতে উঠিয়ে দেন। এরপর কামাল ইবনে ইউসুফ সদর হাসপাতালে যান আহতদের দেখতে।

এ ঘটনার পর চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়ার কার্যালয়ে যেয়ে তাকে না পেয়ে মোবাইল ফোনে হামলার ঘটনা জানান। জেলা প্রশাসক এসময় বিষয়টি দেখবেন বলে তাকে আশ্বস্ত করেন। কামাল ইবনে ইউসুফ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নির্বাচনী প্রচারণার পরিবেশ তৈরির জন্য সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন।

পিবিডি/পি.এস

ফরিদপুর,হেলমেট বাহিনী,বিএনপি প্রার্থী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close