• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

মালয়েশিয়ায় বাংলাদেশি মহিলার আত্মহত্যা

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৭, ২০:০৯ | আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২০:১২
আহমাদুল কবির, মালয়েশিয়া

মালয়েশিয়ায় এক বাংলাদেশি মহিলার আত্মহত্যার খবর পাওয়া গেছে। স্থানিয় পুলিশ সূত্রে জানা গেছে, রাজিয়া আক্তার (২৩) নামে এ মহিলা কুয়ালালামপুরের আমপাং এলাকায় একটি এ্যাপারর্টমেন্টে থাকতেন। গত ৩ অক্টোবর আমপাংএর ওই এ্যাপার্টমেন্টর ৮ তলা থেকে ঝাপ দেন এবং ঘটনা স্থলেই মারা যান রাজিয়া।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজিয়া আক্তার ২০৬ এসএস শাহ রোড বন্দর নারায়নগঞ্জের মো. সানাউল্লাহ ও সুরিয়া বেগমের মেয়ে বলে দূতাবাস সূত্রে জানা গেছে। তবে পাসপোর্টে উল্লেখিত ঠিকানা অনুযায়ী তার অভিভাবককে পাওয়া যায়নি। রাজিয়া আক্তারের পাসপোর্ট নং বিএল ০৮৮৯৫১০। তার মরদেহ আমপাং হাসপাতাল মর্গে ১৪ দিন ধরে পড়ে রয়েছে।

সম্পর্কিত খবর

    মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পার্সোনাল অফিসার আফরোজা আক্তার জানান, সব আইনি প্রক্রিয়া শেষ হলেও মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা যাচ্ছেনা। ১৪ দিন ধরে হাসপাতাল মর্গে পড়ে রয়েছে লাশটি। পাসপোর্টের ঠিকানা অনুযায়ী ও ০১৯৯১৩৯০৫৪৮ পাসপোর্টে উল্লেখিত এই মোবাইলে যোগাযোগ করেও রাজিয়া আক্তারের অভিভাবককে পাওয়া যাচ্ছেনা।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close