• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

উপাচার্য কার্যালয়ে শিক্ষকদের তালা

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৭, ০০:৩৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্যের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা। পরে উপাচার্য কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় শিক্ষকরা।

গতকাল দুপুরে প্রশাসনিক ভবনের সামনে ‘অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ ও ‘শিক্ষক সমিতি’র ব্যানারে চলমান দুর্নীতি, অনিয়ম, উপাচার্যের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে শিক্ষকরা। এ সময় উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে প্রতিহত এবং ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা দেয় শিক্ষকরা।

সম্পর্কিত খবর

    মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, ৮ম জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সব ধরনের ডেপুটেশন ভাতা বাতিল করা হলেও উপাচার্য প্রতি মাসে নিয়মিত ১৫ হাজার ২৯৮ টাকা করে নেন। অবৈধভাবে উত্তোলিত এ সব টাকা উপাচার্যকে ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দিতে হবে। বক্তারা আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দুর্নীতির ও সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছেন স্বয়ং উপাচার্য নিজেই। উপাচার্যকে তার কার্যালয়ে আর প্রবেশ করতে দেওয়া হবে না।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close