• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তরুণ ও মেধাবীদের দলে আনতে হবে: ভূমিমন্ত্রী

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৭, ১৬:৫৬
পাবনা প্রতিনিধি

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, কোনো মাদকসেবী ও সন্ত্রাসীকে দলে নেয়া যাবে না। যারা সমাজ ও রাষ্ট্রবিরোধী কাজ করছেন তাদেরকে সতর্ক করছি, সোজা পথে চলুন। বুধবার পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

তিনি বলেন, নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব দূর করতে হবে। ত্যাগী সৎ ও জনগণের প্রতি কমিটেড তরুণ ও মেধাবীদের দলে আনতে হবে। একই সঙ্গে যারা দীর্ঘদিন দলে আছেন, যাদের অবদান আছে তাদেরকে সামনে এগিয়ে আনতে হবে। দল করার নামে কোনো ধরনের সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।

সম্পর্কিত খবর

    ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদক সমন্বয়ে আয়োজিত এই সভায় সদস্য সংগ্রহ ও নবায়নের রশিদ বই সরবরাহ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close