• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডাকাতির অভিযোগে ছাত্রলীগ নেতাকে গণধোলাই

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০১৭, ০০:৩৮
পূর্বপশ্চিম ডেস্ক

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ডাকাতির অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে গফরগাঁও বাজারের কাছে তারাভরা নামক এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ওই ছাত্রলীগ নেতার নাম ইমরান মিয়া। তিনি গফরগাঁওয়ের পাঁচ নম্বর যশোরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তাঁর কাছ থেকে ১১টি মোবাইল ফোন ও ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই)মনজুরুল হক জানান, মঙ্গলবার রাতে গফরগাঁও বাজারের বিকাশ এজেন্ট মনিরুজ্জামান মুক্তা বাড়ি ফিরছিলেন। পথে ইমরানসহ আরো তিনজন দেশি অস্ত্র নিয়ে মুক্তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা লুটপাট করে। এ সময় মুক্তার চিৎকারে স্থানীয় লোকজন ইমরানকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ইমরানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

সম্পর্কিত খবর

    মনজুরুল আরো জানান, ডাকাতির সঙ্গে পারভেজ খান, রিয়াদ মণ্ডল ও সাইফুল ইসলাম নামের আরো তিনজন জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ইমরান। এ ঘটনায় বিকাশ এজেন্ট মনিরুজ্জামান মুক্তা বাদি হয়ে থানায় একটি মামলা করেন। বুধবার বিকেলে ইমরানকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ডাকাতির ঘটনায় জড়িত অপর তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

    এ বিষয়ে জানতে চাইলে গফরগাঁও ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানি বলেন, ইমরান ছাত্রলীগের সদস্য কিনা তা কাগজপত্র না দেখে নিশ্চিত হয়ে বলা যাবে না।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close