• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

নিউজার্সিতে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০১৭, ০১:০৩
আন্তর্জাতিক ডেস্ক

নিউজার্সির পিটারসনে জেল হত্যা দিবস উপলক্ষে বিশাল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় নিউজার্সী আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ১৯৭৫ সালের ৩ রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে খুন হওয়া জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে।

সম্পর্কিত খবর

    সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন না হলে তলবী সভা ডাকার কথাও বলা হয়। নিউজার্সী আওয়ামীলীগের বর্তমান কমিটিকে অবৈধ কমিটি হিসেবে আখ্যায়িত করে এ কমিটি বিলুপ্তিরও দাবি জানানো হয় সভা থেকে।

    নিউজার্সী আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান ও সাবেক ছাত্র নেতা প্রভাষক তাজ উদ্দিন আহমেদের যৌথ পরিচালনায় এবং প্রবীণ আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান গেদার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড. মহসীন আলী, ডা. মাসুদুল হাসান ও ড. প্রদীপ রঞ্জণ কর, সাবেক যুবলীগ নেতা গোলাম রব্বানী, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, সাবেক ছাত্র নেতা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, দপ্তর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রচার সম্পাদক হাজি এনাম (দুলাল মিয়া), আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, কার্যকরী সদস্য সরাফ সরকার, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউজার্সী আওয়ামীলীগের সাবেক সভাপতি সুজন আহমদ সাজু, আওয়ামীলীগ নেতা আজমল আলী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুমানা আক্তার, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, সিলেট জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আল আমিনুল হক পান্না, নিউজার্সী আওয়ামীলীগ নেতা কয়সর হোসেন এখলাস, রাজন আহমেদ খসরু, আবদুল অদুদ, হাবিবুর রহমান হাবিব, আবদুল মুকিত, আনোয়ারুল চৌধুরী পারেক, শাহীন আহমেদ প্রমুখ।

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজার্সী আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা শামসুল আলম খান, মো. ইসহাক মিয়া, আবদুল হক, নাজিম উদ্দিন আজাদ, ডা. আবদুল মতিন, হাজী আবদুল মতিন, কামদার মিয়া তরফদার, আফসার উদ্দিন জন, হাজী নূর মোহাম্মদ, হেলালুর রহমান হেলু, সালাউদ্দিন, দেলোয়ার হোসেন হেলাল, মমিন আহমেদ, শামীম আহমেদ, রেজাউল করিম মমিন, মঈনুল ইসলাম, আবদুল মল্লিক, কমর উদ্দিন, নেছার আহমেদ, আয়না মিয়া, মকদ্দস আলী, মোশাইদ আলী, নাজিম উদ্দিন লাহীন, কামাল আহমেদ, জুনেদ আহমেদ, কদর উদ্দিন, ছানা মিয়া, জাহিদ হোসেন, খায়রুল ইসলাম, কালাম মিয়া, মুহিব আলী, বেলাল হোসেন, আবদুল ফরিদ, আবদুল গনি, শওকত হোসেন, জাকির হোসেন, আখিব আহমেদ, আবদুল বাসিদ, কনাইসা শাহীন, মো. মোশাইদ আলী, শামিম কুররী, মান্না, মুফতি, সিরাজ উদ্দিন, আবদুর রহমান, রাসেল আহমেদ সহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী।

    অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফিজ আলা উদ্দিন। মুনাজাতে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ ১৫ই আগস্টের শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

    বক্তারা বলেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর সদ্য স্বাধীন দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close