• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

সমাবেশে গাড়ি না দেয়ায় চালকের হাত ভাঙলেন বিএনপি নেতা

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০১৭, ১৯:৫৩ | আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২১:৩২
নিজস্ব প্রতিবেদক

ঢাকায় বিএনপির সমাবেশে গাড়ি না দেয়ায় চালককে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন আশুলিয়া নিরিবিলি এলাকার বিএনপি নেতা আলীম মিয়া। রোববার সকালে নিরিবিলি এলাকার বিএনপি নেতা আলীমসহ ৫-৬ জন বিএনপি কর্মী লাঠি দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ হলেও মামলা নেয়নি পুলিশ।

মঙ্গলবার সকালে কুড়গাঁও ও নিরিবিলি এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা আশুলিয়া থানা এলাকায় উপস্থিত হয়ে আলিমের বিরুদ্ধে মামলা নেয়ার দাবি জানায়। আশুলিয়ায় বিএনপির কোনো কমিটি নেই। তবে আলীম মিয়া এলাকায় বিএনপি নেতা বলে পরিচিত। গাড়িচালক শাহ আলম জানান, রোববার সকালে নিরিবিলি এলাকার বিএনপি নেতা আলীমসহ ৫-৬ জন বিএনপি কর্মী ঢাকার সমাবেশে যাওয়ার জন্য তার চালিত পিক-আপ গাড়িটি চায়। এসময় তিনি সমাবেশে গাড়ি নিয়ে যেতে রাজি না হওয়ায় তাকে লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে।

সম্পর্কিত খবর

    অপরদিকে বিএনপি নেতা আলীম মিয়া বিএনপির সমাবেশ থেকে এসে আশুলিয়া থানায় গাড়ির মালিক রাসেল মোল্লা ও চালক শাহ আলমের বিরুদ্ধে দোকানে তালা মারার অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানার এসআই অহিদুজ্জান সোমবার রাত ১২টার দিকে রাসেল মোল্লা, চালক শাহ আলম ও শ্রমিক লীগের পাথালিয়া ইউপির সহ-সভাপতি বশির মিয়াকে আটক করে। পরে এলাকাবাসী বশির মিয়াকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে রাখে। এসআই অহিদুজ্জামান জানান, বিএনপি নেতা আলীমের দোকানে তালা মারার অভিযোগের ভিত্তিতে দু'জনকে আটক করা হয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close