• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

জবির শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক বাকী

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০১৭, ২২:৫২ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ০১:০৬
মাহমুদুল হাসান তুহিন, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৮ তে সভাপতি পদে ড.এ.কে.এম মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে ড.মোহাম্মদ আব্দুল বাকী নির্বাচিত হয়েছেন।

মোট ৬২৪ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করে ৪৬৫জন।

সম্পর্কিত খবর

    সভাপতি পদে বিজয়ী অধ্যাপক ড. এ. কে. এম. মনিরুজ্জামান পেয়েছেন ২৩২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার পেয়েছেন ২৩১ ভোট। এক ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন।

    সাধারণ সম্পাদক পদে বিজয়ী সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী পেয়েছেন ২৫৪ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম পেয়েছেন ২০৩ ভোট।

    নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এ.কে.এম মনিরুজ্জামান, সহসভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, ব সাধারণ সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুস সামাদ, কোষাধ্যক্ষ পদে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম। সদস্য পদে নির্বাচিতরা হলেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লীমা হক, বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম(জলি), শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এর সহকারী অধ্যাপক শিল্পী রানী সাহা, মার্কেটিং বিভাগের প্রভাষক বিদ্যুৎ কুমার বালো, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিভাস কুমার সরকার, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, ফিন্যান্স বিভাগের প্রভাষক মোঃ ইমরান হোসাইন।

    বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিকেল ৪.৪০ কেন্দ্রীয় মিলনায়তনে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনা সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আরিফ। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমানের কাছে ফলাফলের কপি হস্তান্তর করে নির্বাচন কমিশন ।

    /প্রান্ত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close