• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মুন্সীগঞ্জে প্রশ্ন ফাঁসে আটক ৫

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৭, ১২:৪৪
মুন্সীগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি

মুন্সীগঞ্জের সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় দম্পতি ও শিক্ষকসহ আরো ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সরকারি হরগঙ্গা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন (৩০), তার স্ত্রী সম্পা আক্তার (২২), হরগঙ্গা কলেজে (মাস্টার্স) বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু (২৬), বছিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ফারিয়া সুলতানা সোনিয়া (২৯) ও কাকলি (২৮)।

সম্পর্কিত খবর

    এদিকে মঙ্গলবার রাতের অভিযানে আটক মো. কাজিম, রফিকুল ইসলাম, রতন মিয়া, আব্দুর রহিম, মো. কামরুল, মোস্তাফিজুর রহমান, রিয়াজ মিয়া, সাখাওয়াত হোসেন ও জাকির হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

    মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সাচ্চু মিয়া বলেন,আটকৃতদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (সংশোধনী/২০০৯) ৬৩ ধারায় মামলা করা হয়েছে।

    জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, ইতোমধ্যেই ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জড়িতদের কাছ থেকে তথ্য নিয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।

    তিনি বলেন, উপজেলার সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সকল পরীক্ষা ১৭ ডিসেম্বর থেকে পুনরায় শুরু করার সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close