• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন রাহুল গান্ধী

প্রকাশ:  ১৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৩১
আন্তর্জাতিক ডেস্ক

কংগ্রেসের সভাপতি হিসেবে শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেসের সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে তিনি সনদপত্র গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। তার হাতে সনদপত্র তুলে দেন সেন্ট্রাল ইলেকশন অথরিটির সভাপতি মুল্লাপাল্লি রামাচন্দ্রন। ২০১৪ সাল থেকে কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন রাহুল।

রাহুল তার মা সোনিয়া গান্ধীর স্থলাভিষিক্ত হলেন। ১৯৯৮ সাল থেকে কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সোনিয়া গান্ধী। এর মাধ্যমে ভারতের ১৩১ বছরের পুরোনো রাজনৈতিক দলটির সভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালনের রেকর্ড গড়েন ৭১ বছর বয়সী সোনিয়া।

সম্পর্কিত খবর

    কংগ্রেস সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর আপনার কী ভূমিকা হবে- শুক্রবার সংসদের সামনে সোনিয়া গান্ধীকে প্রশ্নটি করেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেন, 'এখন আমার দায়িত্ব হবে অবসর নেয়া। '

    এ বক্তব্য নিয়ে সোনিয়ার রাজনীতি থেকে অবসরের গুঞ্জনও শুরু হয়। পরে কংগ্রেসের এক মুখপাত্র টুইট করে বলেন, 'তিনি সভাপতির পদ থেকে অবসের যাচ্ছেন। রাজনীতি থেকে নয়। '

    সূত্র : হিন্দুস্থান টাইমস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close