• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফিলিপাইনে সামুদ্রিক ঝড়ে নিহত ৩০

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০১৭, ১৫:১৮
নিজস্ব প্রতিবেদক

ফিলিপাইনে মৌসুমী ঝড়ে ৩০ জনের বেশি মানুষ নিহত ও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফিলিপাইনের একাধিক মিডিয়া। অতিবৃষ্টির কারণে দেশটির বিভিন্ন অংশে বন্যা এবং ভূমিধসের মতো ঘটনা ঘটছে।

জানা যায়, ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় ভিসায়াস এবং সামার অঞ্চল প্রায় ৪০ ইঞ্চি পানির নিচে রয়েছে গত ১৩ ডিসেম্বর থেকে। উপদ্রুত অঞ্চলগুলোতে জরুরি সেবা পৌঁছে দেয়ার কাজ চলছে।

সম্পর্কিত খবর

    দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সফরোনিও বলেন, ভূমিধসের কারণেই ২৬ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে এবং এখনও ২৩ জন নিখোঁজ। বিলিরান প্রদেশে ভূমিধসে ক্ষয়ক্ষতির পরিমান সবচেয়ে বেশি।

    সাম্প্রতিক ঝড়ে প্রায় ৮৯ হাজার ফিলিপিনো বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন। দুর্যোগে আক্রান্তদের সহায়তায় ইতোমধ্যেই দেশটির প্রেসিডেন্ট রড্রিগো দেতার্ত উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন এবং খুব জলদিই তিনি উপদ্রুত এলাকা পরিদর্শনে যাবেন।

    কেকে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close