• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইতিহাস কথা কয়

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০১৭, ২১:৩৯ | আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ২১:৪২
জয়ন্ত রিপন
স্ট্যালিন সম্পর্কে বুর্জোয়া বিশ্ব যত প্রোপাগান্ডা চালায় ততটা মনে হয় পুরো দুনিয়ার ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হিটলার সম্পর্কেও চালায় না। স্ট্যালিনের ছেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর হাতে ধরা পড়েছিল। তারা প্রস্তাব দিয়েছিল, রেড ফোর্সের হাতে ধরা পড়া তাদের কয়েকজন অফিসারকে ছেড়ে দিলে তারাও স্ট্যালিনের ছেলেকে ছেড়ে দিবে। স্ট্যালিন তাতে রাজি হননি। তার ছেলেকে মেরে ফেলে হিটলারের বাহিনী।

সম্পর্কিত খবর

    বুর্জোয়া বিশ্ব স্ট্যালিনের এই কঠোর নৈতিকতাকে নিষ্ঠুরতা বলে প্রচার করে। এটা না করলে বলতো স্ট্যালিন নিজের ছেলের জন্য নির্লজ্জ আপোষ করেছিলেন। স্ট্যালিনের ওপর বিরাট বিদ্বেষের মূল কারণ হচ্ছে, তিনি একেবারে হতদরিদ্র পরিবার থেকে উঠে এসে সোভিয়েত ইউনিয়নের প্রধান হয়েছিলেন। স্ট্যালিনের নিষ্ঠুরতার গল্প অনেক শুনেছি। তবে মেয়ে সভেৎলিনার সঙ্গে পিতার এই অসাধারণ ছবি দেখলে সঠিক ধারণাটি পাওয়া যায়।
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close