• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

তুর্কি পাইলটকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না গ্রিস

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০১৭, ১৫:২৩
আন্তর্জাতিক ডেস্ক

গ্রিসে এক তুর্কি হেলিকপ্টার পাইলটকে রাজনৈতিক আশ্রয় দেয়ার সিদ্ধান্ত বাতিলের জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে দেশটির সরকার।

তুরস্কে গত বছর ব্যর্থ এক সেনা অভ্যুত্থানে ওই পাইলটসহ আরও সাত পাইলট জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সম্পর্কিত খবর

    তুরস্ক ওই পাইলটকে গ্রিসে আশ্রয় প্রদানের সিদ্ধান্তে নাখোশ হয়।

    পরে তুরস্ক এ বিষয়ে গ্রিসকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। তুর্কি কর্তৃপক্ষের মতে, ওই পাইলটকে রাজনৈতিক আশ্রয় দিলে দুই দেশের মধ্যে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে।

    এ ধরনের বক্তব্যের পরই পাইলটের রাজনৈতিক আশ্রয় বাতিলে বিচার বিভাগকে জানায় গ্রিস কর্তৃপক্ষ।

    তবে গ্রিসের পক্ষ থেকে এর আগে ওই পাইলট এবং তার সঙ্গীদের আশ্রয় প্রদানের বিষয়টিতে জানানো হয়, সেনা অভ্যুত্থানে তারা জড়িত ছিল না।

    পালিয়ে আসা পাইলট ও তার সঙ্গীদের বিশ্বাস ছিল তুরস্কে তারা ন্যায়বিচার পাবে না। তাই তারা গ্রিসে পালিয়ে আসে।

    এদিকে পাইলটের অন্য সাত সঙ্গীর আশ্রয় প্রার্থনার আবেদন গ্রিসের আদালতে ঝুলে রয়েছে। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।

    সূত্র: বিবিসি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close