• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||

জঙ্গিদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান: ট্রাম্প

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০১৮, ২০:৪৭
আন্তর্জাতিক ডেস্ক

শেষ পর্যন্ত পাকিস্তানকে অর্থ সাহায্য দেওয়া বন্ধই করে দিতে চলেছে আমেরিকা। আর সেই ঘোষণার জন্য ইংরাজি নববর্ষের প্রথম দিনকেই বেছে নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার টুইট করে ট্রাম্প জানান, ‘‌১৫ বছরের বেশি সময় ধরে বোকার মত তিন হাজার ৩০০ কোটি ডলার পাকিস্তানকে দিয়েছে আমেরিকা। এর বিনিময়ে তারা আমাদের শঠতা, মিথ্যে কথা ছাড়া কিছুই দেয়নি। তারা ভেবেছে আমরা বোকা।’‌

সম্পর্কিত খবর

    আগের কথার পুনরাবৃত্তি করে ট্রাম্প আরও বলেছেন, আমরা আফগানিস্তানে যে জঙ্গিদের খুঁজছি তাদেরই নিরাপদ আশ্রয় দিয়েছে তারা, আর কিচ্ছু নয়। গত আগস্টে আফগানিস্তান নীতির পর্যালোচনা করতে গিয়ে ট্রাম্প পাকিস্তানের সমালোচনা করে বলেছিলেন, ‘‌ওই দেশ এমন জঙ্গিদের আশ্রয় দেয়, যারা আফগানিস্তানে আমাদের সেনাদের মারছে।’‌

    সেই ২০০২ সাল থেকে সন্ত্রাস দমন করতে প্রতি বছর পাকিস্তানকে অর্থ সাহায্য করে আসছে আমেরিকা। এ বছর ২৫ কোটি ৫০০ ডলার দেওয়ার কথা ছিল ওয়াশিংটনের। আগেই মার্কিন প্রশাসনের কর্তারা ইঙ্গিত দেন, পাকিস্তানকে অর্থ সাহায্য চালিয়ে যাওয়া হবে কিনা তা নিয়ে ভাবনা চিন্তা করছে ওয়াশিংটন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close