• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

সাব্বিরকে শাস্তি নয় পুরষ্কার দেয়া হয়েছে!

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০১৮, ০২:৩৪
নিজস্ব প্রতিবেদক

সাব্বির রহমানের শাস্তির সুপারিশ তিনটি। ১. কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ, ২. ২০ লাখ টাকা জরিমানা এবং ৩. ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ।

প্রথম দুটো বুঝলাম, শেষটি বুঝিনি। ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপারে তো এমনিতেই প্রবল অনীহা জাতীয় দলের ক্রিকেটারদের। শুধু বিপিএল এবং ডিপিএল বাদে। সামনের ছয় মাসে বিপিএল নেই।

সম্পর্কিত খবর

    ডিপিএল কবে হবে, তারও ঠিক নেই (মাঝে এক মৌসুমের লিগ হাপিস হয়ে যাবার স্মৃতি খুব পুরনো না)। তাহলে তো বাকি থাকে ওই প্রথম শ্রেণীর ক্রিকেটই। যা একরকম জোর জবরদস্তি করে খেলাতে হয় তারকা ক্রিকেটারদের।

    সাব্বিরের তা খেলতে না হলে তো ব্যাপারটি শাস্তি হলো না। হলো পুরষ্কার!

    নাদাল বোধে আরেক প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। এই ছয় মাসে সাব্বিরের জাতীয় দলে অন্তর্ভুক্তির মানদণ্ড কি? জাতীয় দলে খেলাই? তাঁর যেসব প্রতিদ্বন্দ্বী ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করবেন, তাঁদের কিভাবে সাব্বিরের সঙ্গে এক পাল্লায় বিচার করবেন নির্বাচকরা?

    তবু যাই হোক, প্রথম দুই শাস্তির সুপারিশের জন্য বিসিবির ধন্যবাদ প্রাপ্য। কেননা যে অপরাধ করেছেন সাব্বির, তাতে ওই শাস্তিটা তাঁরও প্রাপ্য।

    [নোমান মোহাম্মদের ফেসবুক স্ট্যাটাস থেকে]

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close