• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাগুরায় জেলা প্রশাসকের সঙ্গে প্রতারণা, যুবকের কারাদণ্ড

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০১৮, ১৬:১৬
মাগুরা প্রতিনিধি

ভুয়া ভেজাল বিরোধী ফাউন্ডেশনের নামে জেলা প্রশাসকের কাছে ভুয়া পরিচয় দেয়া ও প্রতারণার অভিযোগে ইমরান শেখ (২২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ১টার দিকে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আতিকুর রহমানের কাছে নিজেকে ভেজাল বিরোধী ফাউন্ডেশনের সদস্য হিসেবে পরিচয় দিয়ে তার কার্ড ও ৩টি ম্যাগাজিন দেখায়। এ সময় সে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার অনুমতি চায়। জেলা প্রশাসকের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি যাচাই করে দেখেন তার সমস্ত কাগজপত্র ভুয়া।

সম্পর্কিত খবর

    এ সময় সহকারী কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরীর নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতারণার অভিযোগে ইমরান শেখকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে তাকে মাগুরা জেলা জজ আদালতে পাঠানো হয়।

    /নাঈম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close