• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

সিরিয়ার আবারো বিমানহামলা, নিহত ২৩

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৮, ১৩:৫২
আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী বিরোধী দলের ঘাঁটিতে রাশিয়া ও বাশার আল আসাদের যৌথ বিমানবাহিনীর হামলায় কমপক্ষে নারী-শিশুসহ ২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক বার্তাসংস্থা আলজাজিরা।

বুধবারের এই হামলায় নিহতদের মধ্যে তিনজন শিশু ও ১১ জন নারী রয়েছে। যদিও একাধিক পক্ষ দাবি করছে যে, শিশু ও নারী নিহতের ঘটনা ঘটেছে রাশিয়ার বিমান হামলায়।

সম্পর্কিত খবর

    সিরিয়ায় এখনো সরকারবিরোধী লড়াই অব্যাহত আছে। দেশটির পূর্বাঞ্চলীয় গোতার অধিকাংশ এলাকাই জাইশ আল ইসলাম গ্রুপের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। দীর্ঘদিন ধরেই এই এলাকা দখলে লড়াই চালিয়ে যাচ্ছে বিরোধীরা ও আসাদ বাহিনী।

    উল্লেখ্য, জাতিসংঘের এক পরিসংখ্যান মতে ২০১১ সাল থেকে সিরিয়ায় লড়াই শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সাড়ে তিন লাখের অধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়াও লক্ষাধিক মানুষ তাদের বাসস্থান হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।

    কেকে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close