• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

দগ্ধ ছাত্রলীগ কর্মীদের দেখতে কাদের ঢামেকে

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০১৮, ১৮:৫৬ | আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৮:৫৮
নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে আসার সময় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ১২ কর্মীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে গেলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি ওই ছাত্রলীগ কর্মীদের বার্ন ইউনিটে দেখতে আসেন। এ সময় দগ্ধদের সুচিকিৎসাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ হীরা বলেন, মন্ত্রী আমাদের খোঁজখবর নিয়েছেন। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সম্পর্কিত খবর

    এর আগে সকাল ১১টার দিকে উত্তরা থেকে রাইদা পরিবহন নামে একটি বাস নিয়ে শাহবাগ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে আসার ফার্মগেট এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে আগুন লাগে। এতে ছাত্রলীগের ১২ কর্মী দগ্ধ হয়। পরে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

    দগ্ধরা হলেন- আকাশ, রানা, হৃদয়, রিফাত, রায়হান, হীরা, কাব্য, রওশন, নাহিয়ান, জুয়েল, কামরুজ্জামান, সাব্বির কবির ও সৌরভ। এদে সবার বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে। দগ্ধরা জানান, গাড়িতে থাকা গ্যাস বেলুনের বিস্ফোরণে হঠাৎ আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close