• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নতুন মাইলফলকে তামিম-সাকিব

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০১৮, ২৩:২৩
স্পোর্টস ডেস্ক

দেশের মাটিতে চলমান ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে নতুন মাইলফলকে পৌঁছেছেন বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এদিনের ৮৪ রানের ইনিংসের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১১ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তামিম। অন্যদিকে এদিনের ৬৭ রানের সুবাদে ১০ হাজারের মাইলফলকে পৌঁছেছেন সাকিব।

সম্পর্কিত খবর

    তামিমের মোট রান এখন ১১ হাজার ৭৭। এর মধ্যে আছে ১৮টি সেঞ্চুরি ও ৬৮টি হাফসেঞ্চুরি। তামিম এ পর্যন্ত ৫২টি টেস্ট খেলে ৮ সেঞ্চুরি ২৪ হাফসেঞ্চুরিতে ৩৮৮৬ রান করেন। ১৭৬টি ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি ও ৪০ হাফসেঞ্চুরিতে ৫৯৩৪ রান এবং ৫৯টি টি-টোয়েন্টিতে ১২৫৭ রান করেন। বিশ ওভারের ক্রিকেটে তার একটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি আছে।

    অন্যদিকে সাকিবের মোট রান ১০ হাজার এক। তিন সংস্করণে তার সেঞ্চুরি ১২টি এবং হাফসেঞ্চুরি ৬৪টি। ৫১টি টেস্ট খেলে ৫টি সেঞ্চুরি ২২টি হাফসেঞ্চুরিতে ৩৫৯৪ রান করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ১৮২টি ওয়ানডেতে ৭টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরিতে ৫১৮৪ রান এবং ৬১ টি-টোয়েন্টিতে ১২২৩ রান করেছেন। যাতে ছয়টি হাফসেঞ্চুরি রয়েছে তার।

    চলমান এই সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম অপরাজিত ৮৪ এবং সাকিব ৩৭ রান করেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close