• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

'প্রবাসীরাই প্রকৃত দেশপ্রেমিক'

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০১৮, ২৩:৩০
সিলেট প্রতিনিধি

গত (১৮/০১/২০১৮) বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলার ১ নং আলীনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে আলীনগর সমাজ কল্যাণ সমিতি, ইউ.কে কর্তৃক ৫২জন শিক্ষার্থীকে ভর্তি সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহ খুররম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ জাকির হুসেন বলেন, বিয়ানীবাজার উপজেলার প্রবেশদ্বার আলীনগর ইউনিয়ন অনেক মেধাবী সন্তানের জন্ম দিয়েছে।

শুধু তাই নয়,এই এলাকার প্রবাসী সন্তানেরা তাদের দেশ, সমাজ ও জন্মস্তানের প্রতি তাদের দায়িত্ববোধ ভুলে যান নাই বলেই মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও নিম্নবিত্ত পরিবারের সন্তানদের ভর্তি সহায়তার মাধ্যমে সকল শিক্ষার্থীদের শিক্ষা অধিকার নিশ্চিতে ভূমিকা রাখছেন।শুধু এই এলাকায় ই নয় সারা দেশের অর্থনীতির চাকা কে সচল আর বৈদেশিক মুদ্রার রেকর্ড রিজার্ভের পেছনে এই প্রবাসীদের শ্রম আর ঘামে অর্জিত অর্থ মুখ্য ভূমিকা রাখে বলেই আমি মনে করি তারাই প্রকৃত দেশপ্রেমিক।

সম্পর্কিত খবর

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মামুনুর রশীদ মামুন, আলীনগর ইউনিয়নের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা জনাব হারুন হেলাল চৌধূরী, হৃদয়ে '৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব রুহুল আলম চৌধূরী উজ্জ্বল।

    বিশেষ অতিথির আসন অলংকৃত করেছিলেন 'আলীনগর সমাজ কল্যাণ সমিতি, ইউ.কে' এর সিনিয়র সভাপতি জনাব শাহান আহমদ চৌধূরী, 'আলীনগর সমাজ কল্যাণ সমিতি, ইউ.কে' এর সহ সভাপতি জনাব মিফতাউর রহমান চৌধূরী, বিশিষ্ট সমাজ সেবক জনাব আহমেদুর রহমান খাঁন হিনু, বিশিষ্ট তরুণ সমাজ সেবক জনাব মুনিরুজ্জামান মুনির ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ।উল্লেখ্য আলীনগর সমাজকল্যাণ সমিতি ইউকে এর এই মহান উদ্যোগে অনুপ্রাণিত হয়ে জনাব আহমেদুর রহমান খাঁন হিনু আরও ২২জন শিক্ষার্থী'র ভর্তিতে সহায়তা প্রদান করেন।

    সুদূর জার্মান হতে এ আলীনগরের আরেক কৃতি সন্তান জনাব বুরহান উদ্দীন টেলফোনের মাধ্যমে বিদ্যালয়ের সম্মানিত সভাপতির সাথে আলাপ করে আরও ২ জন শিক্ষার্থী'র ভর্তি সহায়তা নিশ্চিত করেন। উল্লেখ্য যে, রুহুল আমীন ফাউন্ডেশনের পক্ষ হতে জনাব নজরুল ইসলাম ৫জন শিক্ষার্থীর সারা বছরের বেতন প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডি.এম হাই স্কুলের সম্মানিত সভাপতি জনাব ফখরুল আলম চৌধূরী। সার্বিক সহযোগীতায় ছিলেন 'আলীনগর সমাজ কল্যাণ সমিতি, ইউ.কে' এর প্রচার সম্পাদক জনাব রাসেল হেলাল চৌধূরী শ্যমল।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close