• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোমে বর্ণবাদীদের হামলায় এক বাংলাদেশি গুরুতর আহত

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০১৮, ১৮:৩১
ইতালি প্রতিনিধি

ইতালিতে আবারো বর্ণবাদীদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশের মো. ইব্রাহীম। চট্রগ্রামের সন্দ্বীপ উপজেলার ইব্রাহীম শুক্রবার রাত অনুমানিক আট টার দিকে লারগো প্রেনেসতিনা ৪০৯ বস ফেরমাতায় চারজন রোমানিয়নের হামলার শিকার হয়।

তাকে গুরুতর অবস্থায় বতর্মানে তরপিনাতারা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত খবর

    রোমে প্রায়ই বাংলাদেশিদের ওপর বর্ণবাদী হামলা হয়। বিশেষ করে একা পেলে মরক্কোয়ান ও রোমানিয়ান সন্ত্রাসীরা এ হামলা চালায় এবং সব কিছু লুট করে নিয়ে যায়। তবে ইতালিয়ান নাগরিকরা এর সাথে জড়িত না।

    বাংলাদেশ সমিতি, ইতালীর সভাপতি হাসানুজ্জামান কামরুল ও আবুল কালাম সায়মন এক বিবৃতিতে বর্ণবাদী এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা এ ধরনের হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

    ইব্রাহীমের দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে এবং ইতালী বসবাসরত সকল বাংলাদেশিকে সাবধানতার সাথে চলাফেরা করার অনুরোধ জানানো হয়েছে। হামলার ঘটনা মামলা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    /এনএস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close