• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ইদলিবে সন্ত্রাসীদের ঘিরে ফেলেছে সিরীয় বাহিনী

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৮, ১৮:২৫ | আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৮:৩২
আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি এবং সরকারপন্থী বাহিনীগুলো আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্মূল অভিযান শুরু করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইদলিব প্রদেশের পূর্বাঞ্চলে এ সন্ত্রাসীগোষ্ঠীকে অবরোধ করা হয়েছে।

আন-নুসরা ফ্রন্ট বর্তমানে জাবহাত ফতেহ আশ শামস হিসেবে পরিচিত। এ বাহিনীর দেড় হাজারের বেশি জঙ্গি অবরুদ্ধ হয়েছে। অবরুদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্যদের কাছে ট্যাংক, সাঁজোয়া গাড়ি, কামান এবং মর্টারসহ নানা অস্ত্র-শস্ত্র রয়েছে।

সম্পর্কিত খবর

    গত ২৪ ঘণ্টায় সিরিয় সেনাবাহিনী ইদিলিবে সন্ত্রাসীদের কবল থেকে আবু ধুহুর বিমান ক্ষেত্রসহ ২৪টি বসতি মুক্ত করেছে। এ ছাড়াও ৩.৭ মাইল অগ্রসরও হয়েছে। গত এক মাসের বেশি সময় ধরে এ প্রদেশে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে সিরিয় বাহিনী।

    সূত্র: পার্স টুডে

    /এনএস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close