• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নারীদের যৌন উত্তেজনা বাড়াবে স্প্রে!

প্রকাশ:  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৩৫ | আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৩৬
অনলাইন ডেস্ক

নারীদের যৌন উত্তেজনা বাড়াতে হরমোনের সাহায্যে তৈরি হয়েছে বিশেষ এই স্প্রে। চলতি কথায় 'লাভ হরমোন' বা অক্সিটোসিন। স্বাভাবিক অবস্থায় মস্তিষ্কে এই হরমোনের ক্ষরণেই নারী-পুরুষের মনে পারস্পরিক প্রেমের উৎপত্তি হয়। এবার কৃত্রিম অক্সিটোসিন ব্যবহার করে অসাধ্য সাধন করেছেন রসায়নবিদরা।

জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমনই এক নাকে দেওয়ার স্প্রে আবিষ্কার করেছেন যা পুরুষের প্রতি নারীদের আকৃষ্ট করতে সক্ষম। বছর কুড়ির মোট ৪৬ জন নারীর উপর এই স্প্রে পরীক্ষা করে হাতেনাতে ফল মিলেছে।

সম্পর্কিত খবর

    এই স্প্রে-তে রয়েছে সিন্টোসাইনন নামে এক কৃত্রিম অক্সিটোসিন। তবে শুধু মাত্র যৌন উত্তেজনা সৃষ্টি করাই নয়, অক্সিটোসিনের ক্ষরণে মা ও শিশুর মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এমনকি গর্ভবতীর স্তনে নবজাতকের একমাত্র খাদ্য মায়ের দুধও তৈরি হয় এই হরমোনের উপস্থিতিতেই। তবে গবেষকদের দাবি, নারীর যৌন ইচ্ছা জাগাতে শুধু একটি ক্ষেত্রেই অক্সিটোসিন সমৃদ্ধ এই ন্যাসাল স্প্রে ব্যর্থ। কী সেটা?

    গবেষকরা বলছেন, যে সমস্ত নারী নিয়মিত গর্ভ নিরোধক পিল খান, তাঁদের ওপর ওষুধটি একেবারেই কাজ করে না।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close