• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফয়জুলের ভাইয়ের ৮ দিনের রিমান্ড

প্রকাশ:  ১৩ মার্চ ২০১৮, ১৬:৪৯
সিলেট সংবাদদাতা

শাবিপ্রবি’র অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুলের ভাই এনামুল হাসানের ৮ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার বেলা ২টার দিকে সিলেট মহানগর হাকিম ৩য় আদালতের বিচারক হরিদাস কুমার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

সম্পর্কিত খবর

    বৃহস্পতিবার (০৮ মার্চ) সন্ধ্যায় গাজীপুর থেকে আটকের পরদিন (৯ মার্চ) এনামুলকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কাছে হস্তান্তর করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটর (সিটিটিসি)।

    এরআগে হামলাকারী ফয়জুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

    বৃহস্পতিবার (০৮ মার্চ) ফয়জুলের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন উক্ত আদালতের বিচারক। পুলিশের হেফাজতে তার জিজ্ঞাসাবাদ চলছে।

    এরপর রোববার একই আদালতে ফয়জুলের বাবা হাফিজ আতিকুর রহমান ও মামা ফজলুর রহমানের ৫ দিন এবং মা মিনারা বেগমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

    গত ৩ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে ফয়জুল। হামলার পরপরই ফয়জুলকে আটক করে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। এতে গুরুতর আহত হয় ওই হামলাকারী।

    /এসএম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close