• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আহত হয়েও অন্যদের প্রাণ বাঁচালেন সেনা সদস্য

প্রকাশ:  ১৭ মার্চ ২০১৮, ২৩:১৬ | আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২৩:৩০
ঝিনাইদহ সংবাদদাতা

যশোর সেনানিবাসে কর্মরত আছেন ল্যান্স কর্পোরাল শাহিদুর রহমান। ছুটিতে বাড়ি গিয়েছিলেন। ছুটি শেষে শনিবার সকালে ঢাকায় যাচ্ছিলেন এই সেনা সদস্য।

কিন্তু ঝিনাইদহের কালীগঞ্জে তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ১ জন নিহত ও আহত হন আরও ১৫ জন।

সম্পর্কিত খবর

    ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন এই সেনা সদস্য। তবে থেমে থাকেননি তিনি। আহত অবস্থায়ই দুর্ঘটনাকবলিত বাস থেকে ৪-৫ জনকে উদ্ধার করেছেন এই সাহসী সেনা।

    তিনি জানান, ‘আমি গাড়িটার ২নং সিটে বসে ছিলাম। রাস্তার পাশে গাছের সাথে বাড়ি খাওয়ার সাথে সাথে বিকট শব্দ। এরপর পাশের ধান ক্ষেতে পড়ে গেল। আমি তখন গাড়ির ছাদের রড শক্ত করে ধরে ছিলাম। যাক আল্লাহ আমাকে প্রাণে বাঁচিয়েছে।’

    ল্যান্স কর্পোরাল শাহিদুর রহমান বলেন, ‘আমি নিজেই আরো ৪/৫ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি। আমার সব থেকে বেশি ভালো লাগছে যে, আমি ৪/৫ জনকে উদ্ধার করতে পেরেছি। আমাকে বাঁচিয়ে তাদের সহযোগিতা করার শক্তি দেওয়ার জন্য আল্লাহ’র কাছে শুকরিয়া আদায় করছি।’

    প্রাথমিক চিকিৎসা শেষে এই সেনা সদস্য আবার ঘটনাস্থলে এসে উদ্ধার কাজের খোঁজখবর নিতে থাকেন। ঘটনাস্থলে দেখা গেল তার সারা শরীরে কাদা। হাতে আঘাত পেয়েছেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার কার্পাসডাঙ্গা এলাকায়।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close