• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তামিমের ক্যাচ ফেলায় বোলারের চেয়ে বেশি হতাশ আম্পায়ার! (ভিডিও)

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৮, ০০:১৩ | আপডেট : ১৮ মার্চ ২০১৮, ০০:৪৯
স্পোর্টস ডেস্ক

নিদাহাস ট্রফির অলিখিত সেমি ফাইনালে শুক্রবার শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে। টানটান উত্তেজনার ম্যাচে বিতর্কের পারদ চড়িয়েছেন আম্পায়াররা। তাদের পক্ষপাতদুষ্ট আচরণ নজরে পড়েছে সবারই। এর মধ্যে বেশ কয়েকটি নিয়ে এখনো চলছে সমালোচনা।

ম্যাচে একাদশ ওভারের খেলা চলছে। ২ উইকেট হারানোর পর ৮৩ রান তুলে ফেলেছেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তামিমকে বল করছিলেন জীবন মেন্ডিস। শেষ বলটি তামিমের ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে চলে যায়। কিন্তু কুশল পেরেরার জন্য বলটি গ্লাভসবন্দি করা কঠিন ছিল। এরপরেই দেখা যায় আম্পায়ারের কীর্তি!

সম্পর্কিত খবর

    ক্যাচ মিস হওয়ায় বোলার জীবন মেন্ডিস যতটা না হতাশ, তার চেয়েও বেশি হতাশ মনে হলো আম্পায়ার রবীন্দ্রকে। তার মুখভঙ্গি এবং দেহভঙ্গিতে ফুটে উঠল স্পষ্ট হতাশা। একটি আন্তর্জাতিক ম্যাচে কোনো আম্পায়ার এমন প্রতিক্রিয়া প্রকাশ করতে পারেন না। তাকে নিরপেক্ষ থাকতে হয়। কিন্তু রবীন্দ্র সেটা মানেননি। যার প্রতিক্রিয়া গিয়ে ঠেকে শেষ ওভারের নো বল নাটকে।

    উল্লেখ্য, গতকালের ম্যাচে ফিল্ড আম্পায়ারদের দুজনই শ্রীলঙ্কার ছিলেন। রবীন্দ্র উইমালাসিরির সঙ্গে মাঠে ছিলেন রুচিরা পালাইঙ্গুরুগে। টিভি আম্পায়ারও ছিলেন শ্রীলঙ্কার। নাম ল্যান্ডন হানব্যাল। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন ক্রিস ব্রড।

    দেখুন সেই ভিডিও

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close