• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডাক্তার সেজে অ্যাম্বুল্যান্সে ‘এসি মেকানিক’, প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৮, ০০:৫১ | আপডেট : ১৮ মার্চ ২০১৮, ০১:০৫
আন্তর্জাতিক ডেস্ক

মাধ্যমিকের পরীক্ষা চলছিল অরিজিতের। তিনটি পরীক্ষা দেয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। জ্বর ও কোমরে ব্যথা নিয়ে ভর্তি হয় একটি নার্সিংহোমে। কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হলে ট্রান্সফারের ব্যবস্থা করা হয়। কিন্তু, মুমুর্ষু রোগীর সাথে অ্যাম্বুল্যান্সে যাকে পাঠানো হয়, তিনি কোন ডাক্তার ছিলেন না, ছিলেন একজন এসি মেকানিক। ফলাফল, পথেই মুত্যুবরণ করে রোগী অরিজিৎ দাস।

ঘটনাটি ঘটেছে ভারতের বর্ধমানে।

সম্পর্কিত খবর

    স্বজনদের বরাত দিয়ে জিনিউজ জানায়,বর্ধমানের অন্নপূর্ণা নার্সিংহোম কর্তৃপক্ষ প্রথমে অরিজিতকে রিলিজ দিতে চায়নি। পরিবার চাপাচাপি করায় শেষ পর্যন্ত রিলিজ দেয়। তবে কলকাতা নেয়ার জন্য অ্যাম্বুল্যান্স ঠিক করে দেয় অন্নপূর্ণা নার্সিংহোমই।

    পথে পরিচর্যার জন্য সঙ্গে একজন ‘ডাক্তার’ও দিয়ে দেয় তারা। অ্যাম্বুল্যান্স ভাড়া ও ডাক্তারের ফি বাবদ ধার্য করা হয় ১৬ হাজার টাকা। এর মধ্যে ৮ হাজার টাকা শুধু পথে সেই ডাক্তারের খরচ।

    পরে জানা গেল, সেই ডাক্তার ভুয়া। ডাক্তার সেজে অ্যাম্বুল্যান্সে ছিলেন একজন এসি মেকানিক। তিনি অক্সিজেন সিলিন্ডারের নলটুকু পর্যন্ত খুলতে জানেন না।

    মৃতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ভুয়া ডাক্তার ও অ্যাম্বুল্যান্সের চালককে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে পুলিশ অন্নপূর্ণা নার্সিংহোমের বিরুদ্ধে তদন্তও শুরু করেছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close