• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

'ইসলাম' প্রশ্নে মের্কেল-সিহোফের দ্বন্দ

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৮, ২১:১২
আন্তর্জাতিক ডেস্ক

চতুর্থবারের মতো জার্মানির ক্ষমতায় অ্যাঞ্জেলা মের্কেল। গত শুক্রবার থেকে শুরু হয়েছে দেশটির নতুন সরকারের পথ চলা।

চ্যাঞ্চেলর মের্কেল ও তার স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যকার মতপার্থক্য এরইমধ্যে প্রকাশ্যে চলে এসেছে। এই সপ্তাহেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হোর্স্ট সিহোফের। শপথগ্রহণের পর দেয়া প্রথম সাক্ষাৎকারেই ঘোষণা দিয়েছেন, 'ইসলামের সঙ্গে জার্মানির কোনো সম্পর্ক নেই।'

সম্পর্কিত খবর

    কিন্তু তাকে জবাব দিতে খুব একটা দেরি করেননি মের্কেল। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, 'মুসলিমরাও জার্মানির অংশ। তাই তাদের ধর্মটাও জার্মানির বড় একটা অংশ।'

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close