• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাতির ধূমপানের ভিডিও ভাইরাল (ভিডিও)

প্রকাশ:  ২৪ মার্চ ২০১৮, ১০:৪৮
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কর্নাটকের একটি বুনো হাতির ‘ধূমপানের’ দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে হাজার হাজার বার। ইউটিউবেও লাখ লাখ মানুষ এই দৃশ্য দেখে মজাদার সব মন্তব্য করেছেন। তবে সবাই কৌতূহলী হয়ে জানতে চেয়েছে আসলে ঘটনাটি কি। হাতি কি সত্যি সত্যি ধূমপান করছে, নাকি অন্য কিছু।

ভিডিওতে দেখা যাচ্ছে, হাতিটি শুঁড় দিয়ে মুখের ভেতর কি যেন ঢুকাচ্ছে। এরপর ধূমপানের মতো গলগল করে সাদা ধোঁয়া বের হয়ে এলো তার মুখ দিয়ে। ফেসবুকে ছবিটি পোস্ট করা হয়েছে গত ২০ মার্চ। ভিডিওটি ধারণ করেছিলেন ‘কনজারভেটিভ সাপোর্ট অ্যান্ড পলিসি অ্যাট দ্য ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি ইন্ডিয়া’র সহকারী পরিচালক বিনয় কুমার। মানুষের কৌতূহলের জবাব দিতে গিয়ে ভিডিওটির ব্যাখ্যা দিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর

    বিনয় কুমার জানান, আসলে জঙ্গলে কিছু একটা পুড়ছিল। আগুন নিভে যাবার পর হাতিটি এগিয়ে গিয়ে সেটি মুখে ঢুকিয়ে দেয়। হয়তো মুখের ভেতর গরম লাগার কারণে সে মুখ ঠাণ্ডা করার জন্য জোরে হাওয়া ছাড়ে। তার সাথেই সাদা ধোঁয়া বের হয়ে আসে যা দূর থেকে ধূমপানের মতো মনে হয়েছে।

    তিনি আরো জানান, হাতিরা মাঝে মাঝে কয়লা খায়। পুষ্টিগুণ না থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে ওরা কয়লা চিবায়। সম্ভবত জ্বলন্ত কাঠটি কয়লায় রূপান্তরিত হয়ে গেছে মনে করেই সে মুখে পুরে দিয়েছিল। -এনডিটিভি

    /এসএম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close