• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বস্তার ভেতর এনজিও কর্মকর্তার লাশ

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০১৮, ১১:৫৬
কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের নিকলীতে সুলতান মিয়া (৪৭) নামে এক এনজিও কর্মকর্তা খুন হয়েছেন। রোববার (১৫ এপ্রিল) মধ্যরাতে নিকলী উপজেলার ছাতিরচর বাজারে অবস্থিত রংধনু সঞ্চয় ও সমবায় সমিতির কার্যালয় থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিকলী উপজেলার গুরুই পালপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে সুলতান উদ্দিন ছাতিরচর বাজারে রংধনু সঞ্চয় ও সমবায় সমিতি নামে একটি বেসরকারি সংস্থা পরিচালনা করতেন। রোববার সকালে বাড়ি থেকে ৬ লাখ টাকা নিয়ে সমিতির সদস্যদের মধ্যে ঋণ দেয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজ করতে থাকেন।

সম্পর্কিত খবর

    গভীর রাতে ছাতিরচর বাজারে সমিতির কার্যালয়ে এসে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে তালা ভেঙে ভেতরে একটি চটের বস্তায় তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

    নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন ভূইয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    /এসএম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close