• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাহস থাকলে তারেককে দেশে এসে রাজনীতির আহবান ওবায়দুল কাদেরের

প্রকাশ:  ২১ এপ্রিল ২০১৮, ০০:৫৪ | আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ০১:১২
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যন তারেক রহমানের ‘সাহস’ থাকলে তাকে দেশে এসে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার ঢাকায় দলীয় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিষয়টি হচ্ছে তারেক রহমানের সাহস আছে কিনা, রাজনীতি যখন করে, তখন বিদেশে বসে দেশের রাজনীতির অঙ্গনে শব্দ বোমা ফাটাচ্ছেন কেন? আসুন, রাজপথ মোকাবিলা করুন। কত সাহস আছে… রাজনীতি যখন করেন, জেলে যাওয়ার সাহস নেই, সেই রাজনীতি কোনো দিন সফলকাম হবে না। রাজনীতি করলে জেল জুলুম সহ্য করতে হবে।’

সম্পর্কিত খবর

    এর মধ্যে দুই বছর আগে মুদ্রাপাচার মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেয় হাই কোর্ট। আর গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় তার ১০ বছরের কারাদণ্ড হয়। ওই মামলায় পাঁচ বছরের কারাদণ্ড নিয়ে তারেকের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন কারাবন্দি। তার অনুপস্থিতিতে পদাধিকার বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকে দল পরিচালনায় নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান।

    যুক্তরাজ্য সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, দুই মামলায় দণ্ডিত তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close