• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রিজভী না বলেছিলেন পাসপোর্ট ফেরত দেননি তারেক!

প্রকাশ:  ২৬ এপ্রিল ২০১৮, ০২:৩৭ | আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৬:১৭
আশরাফুল আলম খোকন

প্রথমে রুহুল কবির রিজভী বললেন, তারেক রহমান কোনো পাসপোর্ট ফেরত দেন নাই। এইসব আওয়ামী লীগের মিথ্যা প্রোপাগান্ডা। এই বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এর বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়ে দিলো বিএনপি। মির্জা ফখরুল সাহেব অনেক লম্ফঝম্ফ করিয়া অবশেষে বলিলেন, রাজনৈতিক আশ্রয়ের জন্য তারেক বাংলাদেশি পাসপোর্ট দিয়ে দিয়েছেন।

সত্য ঢাকিতে গিয়ে জামায়াত-বিএনপির যখন অবস্থা লেজে গোবরে তখন তাদের ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হইলেন বগুড়ার আরেক কীর্তিমান মাহমুদুর রহমান মান্না। তিনি ইদানীং বিশিষ্ট ভাইবার বিশেষজ্ঞ থেকে ইংরেজি বিশেষজ্ঞ রুপে আবির্ভূত হইয়াছেন। তিনি বলিয়াছেন চিঠিতে অনেক ভুল রইয়াছে। ব্রিটিশরা ইংরেজির এমন ভুল করিতে পারেন না। তাহারা Sir এর পরিবর্তে Sirs কেন লিখিবেন। Sir এর পরিবর্তে Sirs কেন লিখিল ইহা নাকি ওনার বোধগম্য নয়। মাথার ঘিলু গোবর হয়ে গেলে না বুঝারই কথা।

সম্পর্কিত খবর

    আরেক কীর্তিমানের কথা না বলিলেই নয়। তাহার নাম এম এ মালেক, যুক্তরাজ্য বিএনপির সভাপতি । এইবার লন্ডনে তার কর্মকাণ্ড দেখিয়া রাজনৈতিক কর্মীর পরিবর্তে বানর সদৃশ্য কোনো প্রাণী মনে হইয়াছে। লন্ডনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘হরে কৃষ্ণ হরে রাম’ স্লোগান দিয়ে তাদের দেবতাকে অবমাননা করা হয়েছে বলে প্রতিবাদে ফুঁসে উঠেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।

    এর ব্যাখ্যা দিতে গিয়ে মালেক সাহেব এনটিভিতে টকশোতে বলিলেন, রাম এবং কৃষ্ণ একসময় নাকি আল্লাহর প্রেরিত নবীও ছিলেন। সুতরাং হিন্দু দেবতার কোনো অবমাননা হয় নাই।

    ভবিষ্যতে ওদের কাছ থেকে আরো অনেক কিছু শিখতে হবে।

    লেখক: প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close