• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অমিতাভ রেজার নতুন ছবির জন্য খোঁজা হচ্ছে ‘রিকশা গার্ল’

প্রকাশ:  ২০ মে ২০১৮, ১৭:১৩ | আপডেট : ২০ মে ২০১৮, ১৭:২০
মাকসুদুল হক ইমু

বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিটি ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পায়। তারপর চারদিকে জোয়ার ওঠে ‘আয়নাবাজি’র। রেকর্ড পরিমাণ ব্যবসা করে ছবিটি।

গেল বছরে বিনোদন ম্যাগাজিন ‘ভ্যারাইটি’কে অমিতাভ রেজা বলেছিলেন তিনি নিয়মিত বিজ্ঞাপনচিত্র তৈরি করছেন। চলচ্চিত্রও নির্মাণ করছেন এর পাশাপাশি। তিনি একজন চিত্রশিল্পীও। রিকশা পেইন্টিংয়ের চেষ্টা করেন।

পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর নতুন ছবির শিরোনাম হলো 'রিকশা গার্ল'। জানা গেছে 'রিকশা গার্ল' সিনেমার মাধ্যমে রিকশা পেইন্টিংয়ের বিষয়টিও তুলে ধরবেন নির্মাতা অমিতাভ রেজা।

এদিকে সিনেমার জন্য খোঁজা হচ্ছে গল্প উপযোগী একটি চরিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া সেই বিজ্ঞাপনটিতে দেখা যায় লেখা রয়েছে ‘অমিতাভ রেজার পরবর্তী সিনেমায় অভিনয় করতে চাও? যদি তুমি হও অভিনয়ের পাগল, ১৬ থেকে ১৮ বছরের কিশোরী, বাংলা এবেং ইংরেজী ভাষায় স্বচ্ছন্দ এবং যদি আগষ্ট থেকে নভেম্বর পর্যন্ত ব্যাস্ততা না থাকে তবে তোমার বৃত্তান্ত পাঠিয়ে দাও [email protected] আমরা তোমাকে ডেকে নেব’।

উপরের বিজ্ঞাপনটি দেখে বুঝাই যাচ্ছে আসন্ন আগষ্ট থেকে নতুন চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ এর কাজ শুরু করবেন।

প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রে প্রবাসী লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য “রিকশা গার্ল” অবলম্বনে ছবিটি নির্মিত হবে। উপন্যাসের ছায়া অবলম্বনে চিত্রনাট্য লিখছেন শর্বরী জোহরা আহমেদ। ছবিটি প্রযোজনা করবেন মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস।

/এটিএম ইমু

রিকশা গার্ল,অমিতাভ রেজা,আয়নাবাজি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close