• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

রোহিঙ্গা শিশুদের সাথে খেলায় মত্ত প্রিয়াঙ্কা

প্রকাশ:  ২৩ মে ২০১৮, ১২:১৩ | আপডেট : ২৩ মে ২০১৮, ১৩:৫৫
কক্সবাজার প্রতিনিধি

তৃতীয় দিন সকালে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন বলিউড অভিনেত্রী ও ইউসিফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে তাকে নিয়ে সেখানে পৌছান ইউনিসেফের একটি দল। সেখানে পৌছে গত দুদিনের মত রোহিঙ্গা শিশুদের সাথে গল্প, হাসি আর খুনসুটিতে মেতে উঠে সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা। তবে মঙ্গলবারের মত বুধবারও সাংবাদিকের প্রবেশধিকার দেওয়া হয়নি। দুপুর ১২টা পযর্ন্ত তিনি সেখানে অবস্থান করবেন। এরপর সেখান থেকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যাবেন সাবেক বিশ্ব সুন্দরী। ওখানে ৪টা পর্যন্ত অবস্থান করে তারপর ফিরে আসবেন।

সম্পর্কিত খবর

    রয়েল টিউলিপ হোটেল থেকে মেরিন ড্রাইভ যোগে ইউসিফের গাড়ীতে করে সকালে জামতলী ক্যাম্পে পৌছান।

    কক্সবাজারের পুলিশ সুপার আফরাজুল হক টুটুল জানান, বুধবার সকালে প্রথমে উখিয়ার জামতলী ও পরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বৃহস্পতিবার সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পর কক্সবাজার ত্যাগ করবেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা। কুতুপালং থেকে ফেসবুক লাইভেও আসার কথা সাবেক এই বিশ্ব সুন্দরীর।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close