• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

কোটা সংস্কার নেতা সোহেলের ওপর হামলা

প্রকাশ:  ২৩ মে ২০১৮, ২০:১২ | আপডেট : ২৩ মে ২০১৮, ২০:১৬
জবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক সোহেলের উপর হামলা করেছে দুর্বৃত্তরা হামলা। বুধবার(২৩ মে) বিকালে পরীক্ষা শেষে ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার সময় হামলার শিকার হন তিনি।

তার সাথে থাকা বন্ধুরা বলেন, পরীক্ষা শেষ করে বাসায় যাওয়ার সময় ভিক্টোরিয়া পার্কের কাছে পৌঁছালে ১০-১২ জনের একটি গ্রুপ তার পথ রোধ করে। বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয়ের নিকট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে নিয়ে আসে এবং রড ও কাট দিয়ে এলোপাথাড়ি মেরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় তার ঠোট হাতসহ বিভিন্ন স্থান গুরুতর জখম হয়। পরে তাকে ধূপখোলা আজগর আলী হসপিটালে নেওয়া হয়।

কয়েকজন ছাত্র জানায়, হামকারীদের চিহিৃত করা যায়নি। তবে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে ধরণা করা হচ্ছে। কিছু দিন ধরে মোবাইলে অপরিচিত নাম্বার থেকে তাকে হুমকিও দিয়ে আসছে।

পঞ্চগরের ছেলে সোহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১০ম ব্যাচ এর ছাত্র। সে জবির ইংরেজি বিভাগের শিক্ষক নাসির স্যারকে চাকরিচ্যুত করার প্রতিবাদেও আন্দোলনে সক্রিয় ছিল।

ওএফ

কোটা,সংস্কার,আন্দোলনকারী,ছাত্র,উপর হামলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close