• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কেরালার মন্দিরে ইফতার করল ৭০০ মুসলিম

প্রকাশ:  ২৫ মে ২০১৮, ১৯:৩৪
আন্তর্জাতিক ডেস্ক

গোটা ভারতে যখন ধর্ম–জাতি নিয়ে অশান্তি তুঙ্গে, ঠিক তখনই এসবের ঊর্ধ্বে গিয়ে মানবিকতা দেখাল কেরালা রাজ্যের মালাপ্পুরাম জেলার কোট্টাকালের বিষ্ণু মন্দির।

পবিত্র রমজান মাস উপলক্ষে স্থানীয় মুসলিমদের জন্য বিষ্ণু মন্দিরেই আয়োজন করা হয়েছে ইফতার পার্টির।

জানা গেছে, বৃহস্পতিবার সবজি বিরিয়ানি, স্ন্যাকস, ফল, ফলের রস এবং রমজানের বিশেষ পানীয় পরিবেশন করা হয় ৭০০ জন মুসলিমদের মধ্যে।

বিষ্ণু মন্দিরের পক্ষ থেকে জানা গেছে, রমজান হলো পবিত্র মাস। আর সেই উপলক্ষে মানুষের সেবা করতে পেরে খুব খুশি মন্দির কর্তৃপক্ষ। এই মহান কাজের মধ্য দিয়ে তারা দেশবাসীর কাছে এটাই বার্তা দিতে চায় যে জাতি–ধর্মের ঊর্ধ্বে হলো মানুষ। সেটাই তার আসল পরিচয়।

মন্দির কর্তৃপক্ষ রমজান মাসের শেষেও এলাহিভাবে ইফতারের আয়োজন করবে বলে জানা গেছে।যেখানে আরও বেশি সংখ্যক মুসলিমদের খাওয়ানো হবে।

মন্দিরের সম্পাদক মহানন নায়ার জানান, প্রতিবছরই রমজান উপলক্ষে মন্দির চত্ত্বরে এই ব্যবস্থা করা হয়।

সূত্র: আজকাল

ইফতার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close