• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

চীন সাগরে ফের উত্তেজনা

প্রকাশ:  ২৮ মে ২০১৮, ১১:১৪
আর্ন্তজাতিক ডেস্ক

হঠাৎ মার্কিন নৌবাহিনীর দু’টি যুদ্ধ জাহাজের মহড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ চীন সাগরে। প্যারাশেল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপ- ট্রি, লিঙ্কন, ট্রাইটন ও উডি এলাকায় মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘হিগিন্স’ ও গাইডেড-মিসাইল ক্রুজার ‘অ্যান্টিয়েটাম’-কে রোববার (২৭ মে) ঘোরাঘুরি করতে দেখা গেছে বলে দাবি করছে বেইজিং। ওই রণতরী দু’টি প্যারাশেল দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের মধ্যে চলে এসেছিল। মার্কিন রণতরীর এই টহলে উদ্বিগ্ন হয়ে পড়েছে চীন।

বেইজিংয়ের এই উত্তাপ অনুভব করার কারণ হিসেবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, কিছু দিন আগে বিভিন্ন দেশের নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় চীনকে আমন্ত্রণ জানায়নি আমেরিকা যা চীন-মার্কিন শীতল সম্পর্কের আভাস।

সম্পর্কিত খবর

    তবে এই টহল নিয়ে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, এটা রুটিন নজরদারি। এলাকাটা বিতর্কিত (চীনের দাবি অনুযায়ী তাদের এলাকা নয়) বোঝাতেই এই নজরদারি।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close