• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দাবি মিয়ানমার টাইমসের

‘স্বেচ্ছায়’ মিয়ানমারে ফিরেছেন ৬২ রোহিঙ্গা

প্রকাশ:  ২৮ মে ২০১৮, ১৫:০২
আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলা সহিংসতা থেকে বাঁচতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর মধ্য থেকে ৬২ রোহিঙ্গা 'স্বেচ্ছায় ফিরে গেছেন' মিয়ানমারে যার মধ্যে ৫৮ জনকে দেশটির সরকার ক্ষমা করে দিয়েছে। বাকি চারজন আদালত থেকে ছাড়া পান। মিয়ানমারের স্টেট কাউন্সিলর দফতর থেকে দেয়া বিবৃতির বরাত দিয়ে সোমবার (২৮ মে) এ খবর প্রকাশ করেছে মিয়ানমার টাইমস।

২০১৭ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে 'অ্যারেঞ্জমেন্ট অন রিটার্ন অব ডিসপ্লেসড পারসনস ফ্রম রাখাইন স্টেট' নামে চুক্তি সম্পাদিত হয়।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী, যারা ফিরে যাবে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না এবং যাছাই-বাছাই শেষে তাদের গ্রহণ করতে হবে। প্রথমে আটক করা হলেও চুক্তির শর্তাবলী 'বাস্তবায়নে' ফেরত যাওয়া সেই রোহিঙ্গাদের ক্ষমা করেছেন প্রেসিডেন্ট। বাছাই প্রক্রিয়া শেষে তাদের ট্রানজিট ক্যাম্পে রাখা হবে।

/এসএম

মিয়ানমার,রোহিঙ্গা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close