• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

‘কর্মকর্তাদের ছল-চাতুরিতে ঈদের ছুটি বাতিলের সফলতা আসেনি’

প্রকাশ:  ২৩ জুন ২০১৮, ২৩:৫৬ | আপডেট : ২৪ জুন ২০১৮, ১৫:৫৬
পূর্বপশ্চিম ডেস্ক
ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রায় আমরা জনগণকে কিছুটা স্বস্তি দিতে পারলেও শান্তি দিতে পারিনি। ঈদযাত্রা খুবই মসৃণ হবে, এটা জনগণও আশা করেনা। কিন্তু তাদের নিরুদ্বেগ ও শান্তিপূর্ণ ভ্রমণ উপহার দেওয়া আমাদের দায়িত্ব। আমরা তা দিতে পারিনি।

দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেতুমন্ত্রী বলেন, অনেক কর্মকর্তা বাসায় থেকে মোবাইল ফোনে বলেছে মাঠে আছি, কাজ ভালো হচ্ছে, রাস্তায় সমস্যা নেই বলে জানান। তাদের এসব ছল-চাতুরিতে ঈদের ছুটি বাতিলের সফলতা পাওয়া যায়নি। এখন ফোন ট্র্যাক করলে জানা যায় ঠিক কে কোথায় আছেন। এসব করবেন না। ধরা পড়ে যাবেন।

তিনি বলেন, আগামী ২১ আগস্ট কোরবানির ঈদ। সেদিনকে সামনে রেখে এখনই প্রস্তুতি নিতে হবে। এজন্য কোরবানির পশুরহাট সড়ক- মহাসড়কের পাশে বসতে দেওয়া হবেনা। এজন্য এখই সারাদেশের সব সিটি করপোরেশন, পৌরসভার মেয়র ও নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, আবহাওয়ার পূর্বাভাস বলছে, বর্ষা দীর্ঘায়িত হবে। ধারাবাহিক ভারী বর্ষণ হবে। ফলে সংস্কার করা রাস্তা আবার ভেঙে যেতে পারে। নতুন রাস্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। যেখানেই যখন সড়ক ক্ষতিগ্রস্ত হবে, তখনই সংস্কার করতে হবে। পরের দিনের জন্য ফেলে রাখা যাবেনা। পশুবাহী গাড়ি যেন ফিটনেস বিহীন না হয় এবং বিকল গাড়ি সরানোর জন্য ভারী রেকার যোগাড় করতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকার তৃণমূলের সঙ্গে বৈঠক করে, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে যানজট রোধে সম্পৃক্ত করা হবে। -একে

ওবায়দুল কাদের,ঈদযাত্রা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close