• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জয়পুরহাটে ২ জন ইউপি সদস্যসহ ১০ জন মাদকসেবী গ্রেফতার

প্রকাশ:  ২৪ জুন ২০১৮, ১৩:১৩
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে দুই জন ইউপি সদস্যসহ ১০ জন মাদকসেবীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা ।

শনিবার (২৩ জুন) বিকেলে মাদক সেবন ও জুয়াখেলারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। ইউপি সদস্যসহ ০৯ জন মাদকসেবীকে মাদকদ্রব্য সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল ওয়ারেছ আনছারী।

হেলকুন্ডা গ্রামের মৃত আজাহার আলী ছেলে ও পুরানাপৈল ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান মোতাহার আলী সরকার (৩৬) এর বিরুদ্ধে মাদকদ্রব্য সংরক্ষণ, বিক্রয় ও জুয়াখেলার আসর পরিচালনার অপরাধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার সাপাড়া গ্রামের মৃত মোকসেদ আলী ছেলে পুরানাপৈল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবু (৩৫), মোস্তাফিজুর রহমান(৩৩), মামুনুর রশীদ(৪২) শাহ আলম (৪২), জাহাঙ্গীর আলম (২৪) মাসুদ (৩০) আতিয়ার রহমান (৩৬) নুরুজ্জামান (৪৮) তপন চন্দ্র মন্ডল (৩৩)

জয়পুরহাট র‌্যাব ৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন জানান, জয়পুরহাটের পুরানাপৈল এলাকার আশা এনজিও অফিসে মাদক কেনা বেচা হচ্ছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা মাদক সেবন ও জুয়াখেলারত অবস্থায় দুই ইউপি সদস্য সহ ১০ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

ওএফ

আটক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close