• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রাজধানীর আকাশে ব্যতিক্রমী রংধনু,উচ্ছ্বসিত নগরবাসী

প্রকাশ:  ১২ জুলাই ২০১৮, ২১:৩৬ | আপডেট : ১২ জুলাই ২০১৮, ২১:৪৮
নিজস্ব প্রতিবেদক

মেঘে ঢাকা আকাশের দিকে তাকাতেই দেখা গেল সূর্যের চারপাশে অভাবনীয় সুন্দর আলোর বলয়। আর বর্ষার আলো আধারীর মাঝেই প্রকৃতি যখন মাঝে মধ্যে সেজে বসে তখনই সাত রঙের খেলায় মেতে উঠে মহাকাশ। বিরল এই দৃশ্য যারা দেখেছেন তারা দারুণভাবে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার আকাশকে কিছুক্ষণের জন্য রাঙিয়ে চমকে দিয়েছিল ব্যতিক্রমী রংধনু। রংধনুটি সেজেছিল সূর্যকে কেন্দ্র করে। যার সৌন্দর্য উপভোগ করতে কিছুক্ষণের জন্য বাসার ছাদে ছুটে গেছেন অনেকেই।

সম্পর্কিত খবর

    বিরল এই দৃশ্য যারা দেখেছেন তারা দারুণভাবে উচ্ছ্বসিত হয়ে উঠেন। অনেকেই মোবাইল ফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। তবে এমন বৃত্তাকার রংধনু কখনও দেখেননি বলে অনেকেই মন্তব্য করেন।

    ভূগোল বিভাগের এক প্রভাষক জানান, মূলত সূর্যগ্রহণের সময় পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে। এ সময় সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদের অবস্থানের কারণে সাময়িকভাবে ঢাকা পড়ে যায় সূর্য। তখন এমন আলোর বলয় তৈরি হয়।

    তবে এই বলয়টি সূর্যকে মেঘে ঢেকে ফেলায় রংধনুর মতোই রঙিন হয়ে দেখা দিয়েছে যা অতিসুন্দর নান্দনিক দৃশ্যে পরিণত হয়েছে বলে জানান তিনি।

    /এসএফ

    ব্যতিক্রমী রংধনু
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close