• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গুগলের জালিয়াতি, ৫০০ কোটি টাকা জরিমানা

প্রকাশ:  ১৮ জুলাই ২০১৮, ১৭:৪১
পূর্বপশ্চিম ডেস্ক

প্রযুক্তি জায়েন্ট গুগলকে জালিয়াতির দায়ে এবার ৫০০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের অপব্যবহারের দায়ে গুগলকে এই জরিমানা করা হয়েছে।

ব্রাসেলসে ইইউ সদর দফতরে বুধবার (১৮ জুলাই) এব সংবাদ সম্মেলনে গুগলো বিরুদ্ধে এ জরিমানা ঘোষণা করা হয়। বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

জানা যায়, তিন বছর তদন্তের পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই জরিমানা করা হয়। বাংলাদেশি মুদ্রায় যেটা ৪২ হাজার ২৫৮ কোটিরও বেশি। এর আগে কম্প্যারিজন শপিং সার্ভিসে কারসাজির মাধ্যমে নিজেদের ‘পছন্দমতো’ পণ্য সার্চ রেজাল্টের ওপরের দিকে অনৈতিকভাবে প্রদর্শনের দায়ে গুগলকে ২৭০ কোটি ডলার জরিমানা করা হয়েছিল।

গুগল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close