• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

ধনীদের নজর এখন তুরস্কে!

প্রকাশ:  ২০ জুলাই ২০১৮, ২০:৩২
আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কে বাড়ি কিনতে আগ্রহী হয়ে উঠছে বিদেশিরা। চলতি বছরের ছয় মাসে তুরস্কে বিদেশিদের বাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে ২৩ শতাংশ। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে সৌদি আরব ও ইরাকের নাগরিকরা। চলতি বছরের ছয় মাসে এক হাজার ৮৭টি বাড়ি কিনেছে সৌদি নাগরিকরা।

সম্প্রতি টার্কিশ স্ট্যাটিসটিকস ইন্সটিটিউট (টার্কস্টেট)-এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

টার্কস্টেট এর বরাত দিয়ে ডেইলি সাবাহার খবরে বলা হয়েছে, ২০১৮ সালের ছয় মাসে ইস্তাম্বুলে বিদেশিদের কাছে ফ্ল্যাট বিক্রি গত বছরের তুলনায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে মোট ১১ হাজার ৯৪৪টি ফ্ল্যাট কিনেছে বিদেশিরা।

১১ হাজার ৯৪৪টি ফ্ল্যাটের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ কিনেছে সৌদি আরব, ইরাক ও ইরানি নাগরিকরা। গত ছয় মাসে সৌদি নাগরিকরা কিনেছে এক হাজার ৮৭টি, ইরানিরা কিনেছে ৯৪৪, রাশিয়ানরা ৮১৫টি এবং আফগানিরা কিনেছে ৭১৯টি ফ্ল্যাট।

-একে

তুরস্ক,ধনী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close