• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২০১৮-১৯ অর্থবছরের প্রথম মাসেই বেড়েছে রেমিটেন্স প্রবাহ

প্রকাশ:  ০৭ আগস্ট ২০১৮, ১৫:৩৩
বিজনেস ডেস্ক

২০১৮-১৯ অর্থবছরের প্রথম মাসেই ১ হাজার ৩১৬ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন বাংলাদেশি প্রবাসীরা। যা পূর্ববর্তী মাসের চেয়ে ১৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে। ২০১৭ সালের জুলাই মাসে বাংলাদেশে অবস্থিত ব্যাংগুলোর মাধ্যমে ১ হাজার ১১৫ দশমিক ৫৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স সংগ্রহ করেছিল এদেশ।

চলতি বছরের জুলাই মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো সংগ্রহ করেছে ৩২০ দশমিক ৫১ মিলিয়ন ডলার। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষ ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক সংগ্রহ করেছে ১১ দশমিক ৬৩ মিলিয়ন ডলার।

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মধ্যে রেমিটেন্স সংগ্রহের দিক থেকে শীর্ষে রয়েছে অগ্রণী ব্যাংক। জুলাই মাসে ১৩০ দশমিক ৭৬ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে ব্যাংকটি। এছাড়াও সোনালী ব্যাংক ৯০ দশমিক ০৮ মিলিয়ন ডলার, জনতা ব্যাংক ৮২ দশমিক ৫২ মিলিয়ন ডলার, রূপালী ব্যাংক ১৭ দশমিক ০২ মিলিয়ন ডলার এবং বেসিক ব্যাংক সংগ্রহ করেছে শূন্য দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমেও নিজেদের অর্জিত টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। জুলাই মাসে বেসরকারি ব্যাংকগুলো ৯৭২ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে। দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। জুলাই মাসে ২৪৬ দশমিক ৫৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে ব্যাংটি। এছাড়াও ডাচ-বাংলা ব্যাংক সংগ্রহ করেছে ৭০ দশমিক ৫৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশে অবস্থিত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১২ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার প্রেরণ করেছেন প্রবাসীরা।

ওএফ

রেমিটেন্স,প্রবাসী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close