• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

তাইওয়ানে ওয়েইফু হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৯

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৮, ১৬:২৫ | আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৬:২৮
আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি নিউজ জানিয়েছে, সোমবার ভোরের দিকে নিউ তাইপে শহরের ওয়েইফু হাসপাতালের সপ্তম তলার একটি ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।

বিবিসি জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার পরপরই ওই হাসপাতাল থেকে ৩৩ জন রোগী এবং তিনজন কর্মীকে সরিয়ে নেওয়া হয়।

কীভাবে ওই হাসপাতালে আগুন লাগলো, সে বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট কিছু বলেনি। তবে স্থানীয় পত্রিকাগুলো বলছে, স্বয়ংক্রিয় একটি বেডের সঙ্গে থাকা বৈদ্যুতিক সংযোগে গোলাযোগের কথা বলেছে।

তাইওয়ানের রাষ্ট্রীয় গণমাধ্যম সিএনএ জানিয়েছে, ওই ওয়ার্ডে ‘ধোঁয়া বের করে দেওয়ার উপকরণ’ ছিল না বলে পুলিশ দেখতে পেয়েছে।

বিবিসির তাইপে প্রতিনিধি সিন্ডি সুই বলছেন, তাইওয়ানে অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা নিয়ে তেমন কড়াকড়ি না থাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০১২ সালে এ ধরনের আগুন লাগার ঘটনায় ১২ রোগী নিহত এবং ৬০ জন আহত হয়েছিলেন।

ওএফ

আগুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close