• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মালয়েশিয়ার মধ্যরাতে ইন্টারনেট বন্ধ রাখার পরিকল্পনা

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ১৫:২৪ | আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৫:৩০
আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ায় কিশোর-কিশোরীদের অনলাইনের প্রতি আসক্তি কমাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা করছে দেশটির সরকার। ১৭ বছর পর্যন্ত কিশোরদের জন্য রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে।

টাইমস নাও-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশটিতে কিশোরদের মধ্যে রাত জেগে ভিডিও গেমস খেলা ও অনলাইন ব্যবহারের পরিমাণ তুলনামূলক হারে বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে উদ্বিগ্ন প্রশাসন। তাই ১৭ বছর পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা চিন্তা করছে দেশটির সরকার।

সম্পর্কিত খবর

    কিশোর বয়সীরা রাতভর যেভাবে অনলাইনে ভিডিও ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোয় বুদ হয়ে থাকছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী লি বুন চে। তাদেরকে এসব থেকে দূরে রাখতেই মধ্যরাত থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা করা হচ্ছে।

    তিনি বলেন, মূলত ১৭ বছরের কম বয়সী ছেলেমেয়েদের স্বাস্থ্যের কথা ভেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, কিশোর বয়সের ছেলে-মেয়েরা যেন দিনে এক থেকে দু-ঘণ্টার বেশি অনলাইনে না থাকতে পারে সে ব্যবস্থাই করা হবে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close