• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বাংলাদেশে আসছে অ্যামাজন

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৬ | আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৫
পূর্বপশ্চিম ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স জায়ান্ট অ্যামাজন বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ২০২০ সালের শুরুতেই বাংলাদেশে কার্যক্রম পরিচালনা শুরু করবে বিশ্বের সবচেয়ে বড় এই ই-কমার্স কোম্পানিটি।

চলতি বছরের শুরুতেই অ্যামাজনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ ঘুরে গেছেন। তখন সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের এক বৈঠকে বাংলাদেশে কার্যক্রম শুরুর চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা।

আলিবাবার মতো বাংলাদেশে কার্যক্রম থাকা কোনো কোম্পানি কিনে বা কোনো অংশীদারিত্বে নয়, অ্যামাজন এফডিআই করে বোর্ড অব ইনভেস্টমেন্টের অনুমোদনে ‘অ্যামাজন বাংলাদেশ’ হিসেবে কার্যক্রম শুরু করবে। তবে শুরুতে এই বিনিয়োগের পরিমাণ কত হবে তা জানা যায়নি।

শনিবার (৮ সেপ্টেম্বর) দেশিয় ই-কমার্স খাতের ভবিষ্যত রোডম্যাপ নিয়ে এক গোলটেবিল বৈঠকে আলোচকের বক্তব্যে অ্যামাজনের বাংলাদেশে কার্যক্রম শুরুর বিষয়টি তুলে ধরেন এটুআইয়ের ইএম সলিউশনস আর্কিটেক্ট অ্যান্ড ই-কমার্স টিম লিড রেজওয়ানুল হক জামি।

জানা গেছে, এটুআইয়ের সঙ্গে বৈঠকে সরকারের একশপ ই-কমার্স মার্কেটপ্লেসের অবকাঠামোগত সুবিধা চেয়েছে অ্যামাজন।

/এসএফ

অ্যামাজন,ই-কমার্স
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close