• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

মাঝরাতে রাস্তায় হঠাৎ মোদী

প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩১
প্রসেনজিৎ দাস (ভারত)

এটা আগে থেকেই ঠিক ছিল যে তিনি নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতেই জন্মদিন কাটাবেন। কিন্তু মাঝরাতে নিজের লোকসভার মানুষদের এই ভাবে চমকে দেবেন কেউই জানতো না। জন্মদিনের সকালে ১১ লিটার দুধ দিয়ে তিনি কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দিয়েছেন। সন্ধ্যা বেলায় নারুর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন। তার পরে রাতে তাঁর ডিজেল লোকোমোটিভ ওয়ার্কসের গেস্ট হাউজে থাকার কথা ছিল। কিন্তু সেই দিকে না গিয়ে তিনি রেল স্টেশনের রাস্তা ধরেন।

মাঝরাতে তিনি হঠাৎই মান্ডুয়াডি স্টেশনে পৌঁছে যান। ১ নম্বর প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীকে দেখে হকচকিয়ে যান যাত্রীরা। এত কাছ থেকে নরেন্দ্র মোদীকে দেখার অভিজ্ঞতা প্রায় কারও ছিল না। ফলে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। কয়েক জন যাত্রীর সঙ্গে কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী মাঝরাতে শহর দেখতে বেরিয়েছেন, এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। রাস্তার ধারে মোদীকে দেখতে লোকজন জড় হন। প্রধানমন্ত্রী দফতর সূত্রের খবর, তিনি দেখতে চেয়েছিলেন বারাণসী শহরে গত চার বছরে কতটা পরিবর্তন হয়েছে।

এর পরে তিনি সোজা গেস্ট হাউসে চলে যান। তাঁর ‘সারপ্রাইজ ভিজিটে’ পুরো সময়ই সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মঙ্গলবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর ৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করার কথা।

ওএফ

ভারত,মোদী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close