• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চোরদের নায়ক মোদিজি: রাহুল

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৬
আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধ বিমান ক্রয়চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চোরদের সর্বাধিনায়ক’ বললেন প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ওই মন্তব্য করেন।এদিন উত্তর প্রদেশের আমেথিতে দলীয় কর্মীদের এক সভায় রাহুল বলেন, গরীব মানুষ, শহীদ ও জওয়ানদের পকেট থেকে ২০ হাজার কোটি টাকা নিয়ে দেশের ‘চৌকিদার’ তা আম্বানির পকেটে ঢুকিয়ে দিয়েছেন।

রাহুল বলেন, নরেন্দ্র মোদির যা কাজ রাফায়েল, বিজয় মালিয়া, ললিত মোদি, নোট বাতিল, গব্বর সিং ট্যাক্স (জিএসটি) ইত্যাদি সবকিছুতেই চুরি হয়েছে।

তিনি বলেন, আমরা এক এক করে দেখিয়ে দেবো, নরেন্দ্র মোদিজি ‘চৌকিদার’ নয়, তিনি চোর।

কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ পাল্টা জবাবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ‘নির্লজ্জ ও দায়িত্বহীন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘স্বাধীন ভারতে কোনো দলের সভাপতি প্রধানমন্ত্রী সম্পর্কে এমন শব্দ প্রয়োগ করেননি।’ প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব আলোর মতোই বিশ্বস্ত বলেও তিনি মন্তব্য করেন।

/রবিউল

রাহুল গান্ধী,নরেন্দ্র মোদি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close